ঝালকাঠিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকর্মী আহত হয়। গতকাল সোমবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতারা জানায়, দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কিছুদূর গেলে পুলিশ এসে ধাওয়া করে। এর প্রতিবাদ করলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিপেটা শুরু করে। এতে চার নেতাকর্মী আহত হয়। মিছিল থেকে কয়েকজন নেতাকর্মীকে আটক করার চেষ্টা করলে, তারা দৌঁড়ে পালিয়ে যায়।
ঝালকাঠি থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মিছিল করতে নিষেধ করা হয়। তার পরেও মিছিল বের করলে পুলিশ গিয়ে থামিয়ে দিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন