শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘বিএনপি ক্ষমতায় আসলে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেবে’

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে বিএনপি পদ্মা সেতু শেষ করবে না। আমরা বিশ্বাস করি না পদ্মা সেতু তারা হতে দেবে। মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচরে কুতুবপুর হাতিমিয়া দাখিল মাদরাসার নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি ড. কামাল হোসেন প্রসঙ্গ টেনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ড. কামালের সব দাবী মেনে নেন তাহলে তিনি কি বলতে পারবেন কোন আসন থেকে নির্বাচন করবেন। পারবেন না। কারন তার নির্বাচনী এলাকা-ই নেই। তাই তিনি চান ভেজালের মধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করতে।
বি. চৌধুরী প্রসঙ্গে তিনি বলেন, তিনিতো প্রেসিডেন্ট ছিলেন। তিনি কি আমাদের এলাকার চাইতে বেশি উন্নয়ন করতে পেরেছেন ? কোনদিনও না। আমরা চ্যালেঞ্জ করতে পারি আমার এলাকার চেয়ে তিনি প্রেসিডেন্ট হয়েও বেশি উন্নয়ন করতে পারেননি। উন্নয়নে একটা ইচ্ছা লাগে স্বপ্ন লাগে। উন্নয়নে পরিকল্পনা লাগে। তাই বাংলাদেশের জন্য দরকার শেখ হাসিনার সরকার।
এ ছাড়াও আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক এদিন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, পৌরমেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সহ-সভাপতি সাবেক মেয়র আ. লতিফ মোল্লা, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন