শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আবারো সিআইপি মর্যাদায় ভূষিত হলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আবারো সিআইপি মর্যাদায় ভূষিত হলেন বিশিষ্ট শিল্পপতি ও জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক এবং পরিচালক অনন্ত জলিল। দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্তৃক তাকে এই মর্যাদা দেয়া হয়। বাণিজ্যিক খাতে সফল ব্যক্তিদের এই সম্মাননা দেয়া হয়। ২০১৫ সালের জন্য সিআইপি মনোনীত হলেন চিত্রনায়ক ও সফল ব্যবসায়ী অনন্ত জলিল। সম্প্রতি এক অনুষ্ঠানে ২০১৫ সালের জন্য সফল শিল্পপতিদের হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এবার ১৭৮ জন ব্যবসায়ীকে রাষ্ট্রীয়ভাবে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সিআইপি সম্মানে ভ‚ষিত করা হয়েছে। ১৯টি খাতে পণ্য রফতানির জন্য ১৩৬ জনকে এবং ব্যবসা-বাণিজ্যে অবদান বিবেচনায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ৪২ জনকে সিআইপি কার্ড দেয়া হয়। তাদের মধ্যে অনন্ত জলিল অন্যতম। তিনি এর আগেও সিআইপি নির্বাচিত হয়েছেন। এজে গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ এবং মুনসুন ফিল্মসের কর্ণধার তিনি। এদিকে কয়েক বছর বিরতি দেয়ার পর আবারো চলচ্চিত্রে ফিরছেন অনন্ত জলিল। শিগগিরই তার নতুন সিনেমা দিন: দ্য ডের নির্মাণ কাজ শুরু হবে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় এ সিনেমায় অনেক চমক থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন