ক্যাপশন : নতুন করে আলোচনায় এসেছেন কুদ্দুস বয়াতি। তিনি এখন মাইকেল কুদ্দুস। সম্প্রতি হিপহপ গান গেয়ে তার এই নতুন নাম হয়েছে। তিনিও নামটি বেশ উপভোগ করছেন। তিনি বলেন, ‘এক সময় লোকে আমারে কুদ্দুইসসা কইতো। যখন আমার গান চারদিকে ছড়িয়ে পড়লো, তখন নাম হইলো কুদ্দুস বয়াতি। আর এবার হিপহপ গান গাওয়ার পর থ্যাইক্কা হইয়া গেলাম মাইকেল কুদ্দুস। নতুন নাম নিয়া ভালোই আছি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন