রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দুই জেলে উদ্ধার আটক ১২

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান

শ্যামনগর (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সুন্দরবনে কোষ্টগার্ডের পৃথক অভিযান চালিয়ে ডাকাতের কবল থেকে বোট, জিম্মি ২ জেলে এবং বিষ প্রয়োগে মাছ শিকারের সময় ১২ জেলে সহ বিপুল পরিমান মালামাল জব্দ করেছে। রোববার অভিযান চালিয়ে কোষ্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবনে কঞ্চিরখাল এলাকা হতে জিম্মি ২ জন জেলেকে উদ্ধার করে। উদ্ধার ২ জেলে হলেন, গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের মজিদ গাজীর ছেলে মহাসিন গাজী ও নাপিতখালী গ্রামের ছুরত মোড়লের ছেলে নাজমুল। এ সময়ে কোষ্টগার্ড সদস্যরা ১ টি বোট আটক করে। উদ্ধার জেলেদের গাবুরা ০৯ নং ওয়ার্ড সদস্যর কাছে হস্তান্তর করা হয়। অপর এক অভিযানে কোষ্টগার্ড সদস্যরা সুন্দরবনে ঝনঝনিয়া খালে বিষ প্রয়োগে মাছ শিকারের সময় বিপুল পরিমান মালামাল সহ ১২ জেলেকে আটক করে। আটককৃত জেলে হলেন- দাকোপ থানার কালাবগী গ্রামে দারা গাজীর ছেলে জাবের গাজী এবং একই এলাকার নেছার গাজীর ছেলে আবুবক্কর গাজী, শরিফ সরদারের ছেলে শহিদ সরদার ও মোজাফ্ফর সরদার, গফুর সরদারের ছেলে আকবা হোসেন, জুলফিকার সরদার, হারুন সরদার এবং আক্কাজ গাজীর ছেলে ছাদ্দাম গাজী, জয়নুদ্দিন গাজীর ছেলে আজগর গাজী, আনোয়ার সরদারের ছেলে আব্দুল কাদের ও মৃত হানিফ গাজীর ছেলে আরশাদ গাজী। এ সময় ঘটনাস্থল হতে ৬ টি বোট, ১ হাজার ২ শত মিটার চর ঘেরা জাল, ৮০০ কেজি বিষযুক্ত চিংড়ি ও ৪ লিটার বিষসহ আটক করা হয় । আটক মালামাল কালাবগি ফরেস্ট অফিসে হস্তান্তর করে। অপর এক অভিযানে আংটিহারা কোষ্টগার্ড সদস্যরা সুন্দরবনে বাটুলিয়া নদী থেকে ১২ লাখ টাকা মূল্যের ১৩ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে বিনষ্ট করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন