অবশেষে গতকাল সোমবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ব্যবসায়ীদের দ্বদ্বের জেরে সেদেশের এক পক্ষ আরেকপক্ষের আমদানি পণ্য বন্দর থেকে খালাসে বাধা দেয়। এতে প্রায় ১১টন মাছ সারাদিন বন্দরে আটকে পরে। এ নিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানিতে জটিলতা দেখা দেয়। উদ্ভুত পরিস্থিতে আখাউড়া স্থল বন্দরের আমদানি-রফতানিকারক এসোসিয়েশন এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি রফতানি বন্ধ করে দেয়। ৯ সেপ্টেম্বর দুপুরে ত্রিপুরার ব্যবসায়ীদের আশ্বাসে আমদানি-রফতানি শুরু করার সিদ্ধান্ত নেয় আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ বলেন, ইতিপূর্বে পাঠানো নষ্ট হওয়া মাছের ক্ষতিপূরণ দেয়ারও আশ্বাস দিয়েছেন তারা। এজন্য বন্দরের ব্যবসায়ীরা গতকাল সোমবার থেকে আমদানি-রফতানি শুরু করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন