গত কয়েকদিনে চট্টগ্রামে কোন কারণ ছাড়াই কয়েকশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে অবিলম্বে এ গণ গ্রেফতার বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তারা গায়েবী মামলা দায়ের বন্ধ করারও দাবি জানান। গতকাল (রোববার) এক যুক্ত বিবৃতিতে বিএনপি নেতারা গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবীর, গোলাম আকবর খোন্দকার ও এস এম ফজলুল হক ফজু, মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক মামলায় জামিনে থাকার পরও পুলিশ গণহারে নেতাকর্মীদের গ্রেফতার করছে, বাসাবাড়িতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। গ্রেফতার বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ার দেন তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন