বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুদকে হাজির হওয়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট খারিজের হাইকোর্টের দেয়া আদেশ স্থগিতের বিষয়ে কোনো আদেশ দেননি (নো অর্ডার) চেম্বার আদালত। ফলে আমীর খসরুর রিট খারিজ আদেশ বহাল থাকলে বলে জানিয়েছেন আইনজীবীরা। একই সঙ্গে দুদক কার্যালয়ে উপস্থিত হতেই হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এ বিষয়ে আগামী ১ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার আদালত। সোমবার আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে করা আপিল আবেদন শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর চেম্বারজজ আদালত এই আদেশ দেন। আদালতে আমীর খসরুর পক্ষে আজ শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। দুদকের পক্ষে খুরশিদ আলম খান। এর আগে আমীর খসরু মাহমুদকে দুদকে হাজির হওয়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেন তার আইনজীবী। গত ৫ সেপ্টেম্বর আমীর খসরু মাহমুদকে দুদকে হাজির হওয়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট কার্য তালিকা থেকে বাদ দেন । এর আগে ৩ সেপ্টেম্বর আমীর খসরুকে দুদকে হাজির হওয়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন