এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী লেবাননকে মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশের কিশোরীরা। ম্যাচের আগে গতকাল এমনটাই জানান বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। আজ মুখোমুখী হচ্ছে দু’দল। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। লেবাননকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানলে বাংলাদেশ কোচ ছোটনের লক্ষ্য জয়ের ধারাবাহিকতায় থাকা। ইতোমধ্যে নিজেদের সামর্থ্যরে জানান দিয়েছে লেবানন। প্রথম ম্যাচে তারা ৮-০ গোলে বাহরাইনকে এবং দ্বিতীয় ম্যাচে ৬-৩ গোলে সংযুক্ত আরব আমিরাতকে হারায়। বাংলাদেশ প্রথম ম্যাচে ১০-০ গোলে বাহরাইনকে গুঁড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচে লেবাননকে সমীহই করছে। এ ম্যাচে গোলের সুযোগ পাওয়া কঠিন হবে বলেও মনে করেন ছোটন।
তার কথায়,‘ লেবানন দুই ম্যাচে জিতে ভালো অবস্থানে আছে। কাল (আজ) যদি আমরা জিততে পারি, তাহলে আমরাও ভালো অবস্থানে যাব। এ কারণে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। গত ম্যাচে আমাদের যে ভুল-ত্রুটি গুলো হয়েছে, তা নিয়ে মেয়েদের সঙ্গে কথা বলেছি। আশাকরছি লেবানন ম্যাচে সেই ভুলগুলো হবে না।’ ছোটন যোগ করেন,‘বাহরাইনের বিপক্ষে গোল মিসও হয়েছে, আবার পাওয়াও গেছে। কিন্তু লেবাননের বিপক্ষে এতো সুযোগ হয়ত আসবে না। তাই যে সুযোগ আসবে, তা কাজে লাগাতে হবে। আমাদের মূল লক্ষ্য ম্যাচ জেতা এবং এজন্য আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন