ট্রেন থেকে তেল চুরি করার সময় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- লালপুরের কালুপাড়া ইয়ার কলোনির সুজাত মণ্ডলের ছেলে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (৪০), মহির মণ্ডলের ছেলে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আওয়াল হোসেন (৪৮) ও বাওড়া গ্রামের মকবুল হোসেন (৫৮)।
র্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আজমল হোসেন জানান, রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা আজিমনগর রেলস্টেশনে অবস্থান নেন। এ সময় স্টেশনে থেমে থাকা ঢাকা মেইল নামে একটি ট্রেন থেকে তেল চুরি করার সময় তেলসহ হাতেনাতে ওই তিনজনকে আটক করে র্যাব। তাদের কাছ থেকে ১২ ড্রাম ডিজেল উদ্ধার করা হয়। ওই ড্রামগুলোতে ২৫৩০ লিটার ডিজেল আছে।
লালপুর থানার এসআই মিঠু জানান, এ ঘটনার খবর পেয়েছি। আটকদের জিজ্ঞাসাবাদের পর থানায় হস্তান্তর করবে র্যাব। এ ঘটনায় বুধবার সকালে মামলার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন