সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ১০ নেতাকর্মীসহ ৫১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা ১০ জন, কলারোয়া থানা ৭ জন, তালা থানা ৬ জন, কালিগঞ্জ থানা ৬ জন, শ্যামনগর থানা ৯ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এদের মধ্যে সদরের বৈকারি ইউনিয়নের সাত নম্বার ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন, পাটকেলঘাটা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রেজাউল ইসলাম, খলিশখালী ইউপি যুবদলের সাধারণ সম্পাদক আওয়াল সরদারসহ জামায়াতের ১০ জন কর্মী ও একজন মাদক মামলার আসামী রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন