বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দায়ের ও বাসাবাড়িতে পুলিশের তল্লাশি এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশ বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের গ্রেফতার করছে এবং গায়েবী মামলায় আসামি করছে।
মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবেনা। দমন-পীড়ন যত বাড়বে বিএনপি তত বেশী শক্তিশালী হবে। পুলিশ বাহিনীর সদস্যরা প্রজাতন্ত্রের কর্মচারী উল্লেখ করে তিনি বলেন, তারা কোন রাজনৈতিক দলের সদস্য নয়। তাই ক্ষমতাসীন দলের এজেন্ডা বাস্তবায়নে অতি উৎসাহী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন