শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

২৪ ঘণ্টা পর লালমনিরহাট-ঢাকা রেল যোগাযোগ সচল

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ৩:১৪ পিএম

২৪ ঘণ্টা পর লালমনিরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সচল হয়েছে। বগুড়ার সোনাতলা এলাকার দেবে যাওয়া ব্রিজটি মেরামত করার পর এ রুটে রেল যোগাযোগ সচল হয়।

রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় এতথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন।

এর আগে শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ রেল রুটের বগুড়া সোনাতলা ৩৫/এফ নম্বর ব্রিজের একাংশ দেবে গেলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, লালমনিরহাট-ঢাকা রুটের বগুড়ার সোনাতলা এলাকায় শনিবার দুপুরে ২৫/এফ নম্বর ব্রিজ বন্যার পানির কারণে দেবে যায়। ফলে এ রুটে যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ে প্রকৌশল বিভাগ শনিবার বিকেলে ব্রিজ মেরামত কাজ শুরু করলে রোববার দুপুর দেড়টায় যোগাযোগ সচল হয়।

বগুড়ার সোনাতলা স্টেশনে অপেক্ষায় থাকা দোলন চাঁপা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টায় মেরামত করা ব্রিজ অতিক্রম করেছে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন