মঙ্গলবার ১৫ অক্টােবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

জ্ঞানের কথা

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

১. ভালোবাসা এবং যতœদিয়ে মরুভূমিতে ফুল ফোটানো যায়
-ডেভিড রস
২. সৌভাগ্যের পতন না ঘটলে সৌভাগ্য কি জিনিস তা বুঝা যায় না
-টমাস কেম্পিস
৩. নতুন দিনেই নতুন চাহিদা এবং নতুন দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটায়
-জন লিডগেট
৪. ভাবুকরা উপদেশ দিতে পারে কিন্তু কাজ করতে পারে না।
Ñমার্থাগ্রীন
৫. প্রতিভা আর প্রেরণা একই জিনিস
Ñভিক্টর হুগো
৬. জন্মদাতা হওয়া সহজ কিন্তু পিতা হওয়া বড় কঠিন।
Ñপ্রবোধ কুমার স্যানাল
৭. কোনো কাজে যার নিজস্ব পরিকল্পা নেই, তার সাফল্য অনিশ্চিত
Ñঅলিভার গোল্ডস্মিথ
গ্রন্থনা : নাসির খান নাসির

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন