শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইঞ্জিন বিকল হয়ে ঘাটে কলমিলতা

লক্ষীপুর-ভোলা নৌ-রুট

লক্ষীপুর থেকে মো. কাউছার : | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ইঞ্জিন বিকল হয়ে টানা ২০দিন ধরে লক্ষীপুর-ভোলা নৌ রুটের ফেরি কলমিলতা বন্ধ হয়ে ঘাটে পড়ে আছে। এতে ওই রুটে দেখা দিয়েছে তীব্র ফেরি সঙ্কট। এমন পরিস্থিতিতে প্রতিদিন ঘাটে আটকা পড়ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বাস-ট্রাকসহ শতাধিক যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন বাস যাত্রীরা, নষ্ট হয় পণ্যবাহী ট্রাকের কাঁচামাল। এমন দুর্ভোগের চিত্র লক্ষীপুর মজুচৌরীরহাট ফেরিঘাটে দেখা গেলেও কর্তৃপক্ষ বিকল ফেরিটি মেরামতের উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরিটি চালু হয়নি।

লক্ষীপুর-ভোলা নৌ রুটে নির্ধারিত তিনটি ফেরি কৃষাণী, কনকচাঁপা ও কলমিলতা। এরমধ্যে গত ২ সেপ্টেম্বর থেকে কলমিলতা ফেরিটি বিকল হয়ে আছে। গত ২০দিন থেকে ওই রুটে চলাচল করছে দুটি ফেরি। ফেরি সঙ্কটের কারণে যথাসময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না যানবাহন। এতেই ভোগান্তি স্বীকার হচ্ছে সাধারণ মানুষ।
সরজমিনে লক্ষীপুর-মজুচৌধুরীর হাট ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, ফেরী কৃষাণী ৪টি ট্রাক, একটি লাশবাহী গাড়ি ও পিকআপ-মাইক্রোবাসসহ ৩৪টি যানবাহন নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তখনো ঘাটে ১২০টি যানবাহন যাওয়ার অপেক্ষায় লাইনে রয়েছে। বিকেল ৪টায় ভোলা থেকে ফেরি কনকচাঁপা ফিরলে লক্ষীপুরের ঘাটে লাইনে থাকা ট্রাক উঠবে ওই ফেরিতে। ততক্ষণে যানবাহনের লাইন আরও দীর্ঘ হবে। এতে বাড়তে আরও ভোগান্তি।

ফেরিতে উঠার অপেক্ষায় থাকা ট্রাক চালক মাইন উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে এসে দুইদিন ধরে ভোলা যেতে অপেক্ষা করছি। কিন্তু ফেরি সঙ্কটের কারণে গন্তব্যে যেতে পারছিনা। এতে করে ট্রাকে থাকা কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে। ফেরী কলমিলতা সচল থাকলে এমন দুর্ভোগে পড়তে হতো না। কিন্তু বিকল হয়ে পড়ে থাকা ফেরি মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
বাসের যাত্রীরা বলেন, নদীর দুই পাড়ে যানবাহনের দীর্ঘ লাইন। ফেরি সঙ্কটের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত বিকল ফেরিটি মেরামত করলে কিছুটা হলেও কষ্ট লাগব হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) লক্ষীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহাকরী রেজাউল করিম রাজু বলেন, লক্ষীপুর-ভোলা নৌ রুটে তিনটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হতো। স¤প্রতি যান্ত্রিক ত্রুটিতে ফেরী কলমিলতা চলা বন্ধ রয়েছে। যে কারণে যথাসময়ে যানবাহন পরাপার সম্ভব হচ্ছে না। এতে ঘাটে শতাধিক যানবাহন আটকা পড়েছে। বিষয়টি কৃর্তপক্ষকে জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন