হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে ডাকাত সর্দার জুম্মা’সহ ৫ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে একটি শুটারগান, দু’টি কার্টুজ, একটি কুড়াল, একটি ছোরা ও একটি বোট জব্দ করা হয়। মঙ্গলবার ভোরে জাহাজমারার মেঘনা নদীর কাটাখালি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, জুম্মা বাহিনীর প্রধান জুম্মা ডাকাত (৩০), সেকেন্ড ইন কমান্ড শাহেদ উদ্দিন (৩২), ডাকাত রাশেদ উদ্দিন (২২), সজিব (২৫) ও সম্পদ উদ্দিন (২৩)।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. শাকিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কাটাখালি এলাকার মেঘনা নদীর পাশের খালে প্রবেশের মুখে অবস্থান নেয় কোস্টগার্ড। এসময় ডাকাতি করে ফেরার পথে জুম্মা ডাকাত দলকে খালের মুখে ঘিরে ফেলা হয়। পরে একটি বোট, অস্ত্র ও গুলিসহ জুম্মা ও তার দলের ৪ ডাকাতকে আটক করা হয়। তিনি আরো জানান, ডাকাত সর্দার জুম্মা ও তার সহযোগী শাহেদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা’সহ বিভিন্ন ঘটনায় ৩০টির বেশি মামলা রয়েছে। ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনের মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন