বিশ্বের ব্যয়বহুল হারীর জুতা বাজারে নিয়ে আসলো সংযুক্ত আরব আমিরাতের জাদা দুবাই নামের একটি কোম্পানি। দীর্ঘ ৯ মাসের পরিকল্পনায় এই জুতাটি তৈরি করেছে জাদা দুবাই নামের একটি কোম্পানি। যার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ মিলিয়ন মার্কিন ডলার (১৪২ কোটি ৯৭ লাখ টাকা)। ‘দ্য প্যাসন ডায়মন্ড সু’ নামে তৈরি এই জুতায় ব্যবহার করা হয়েছে হীরা এবং খাঁটি সোনা। জুতার ওপরের অংশে চারদিকে শত শত হীরার টুকরার পাশাপাশি থাকছে ১৫ ক্যারটের দুই খণ্ড হীরা। নতুন বিলাসবহুল এই জুতার নকশা যৌথভাবে তৈরি করেছে জাদা দুবাই ও প্যাসন জুয়েলার্স। আর এই নকশা তৈরিতে সময় লেগেছে প্রায় ৯ মাস। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন