কপালের ঠিক মাঝখানে অস্ত্রোপচার করে বসানো গোলাপি রঙের হীরা। যার দাম ১৭৫ কোটি টাকা। শখ করেই ওই হিরে কপালে বসিয়েছিলেন আমেরিকার র্যাপার লিল উজি ভার্ট। তার এই শখের জন্য সংবাদের শিরোনামেও এসেছেন। কিন্তু এবার সেই হীরাই কপাল কেটে ছিনিয়ে নিলেন ফ্যানেরা। রক্তাক্ত হলেন র্যাপার। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সম্প্রতি মিয়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে শো করতে
গিয়েছিলেন লিল। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন