রাশিয়ার ম‚ল্যবান খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান আলরোসা করপোরেশন ২০১৭ সালে ইয়াকুতিয়া খনি থেকে একটি দুর্লভ গোলাপি হীরা উত্তোলন করেছিল। ওই সময় প্রতিষ্ঠানটি জানায়, ১৪ দশমিক ৮৩ ক্যারেটের হীরাটি রাশিয়ার কোনো খনি থেকে উত্তোলন করা সবচেয়ে বড় ও দুর্লভ গোলাপি হীরা। তিন বছর পরে এসে দুর্লভ ও বৃহত্তম এ হীরা রেকর্ড দামে বিক্রি হয়েছে। স¤প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় সথবির নিলাম ঘরে রাশিয়া থেকে উত্তোলন করা গোলাপি হীরাটি বিক্রির জন্য নিলামে তোলা হয়। এ সময় হীরাটি রেকর্ড ২ কোটি ৪৪ লাখ সুইস ফ্রাংক বা ২ কোটি ৬৬ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়। ২০১৭ সালের পর নিলামে বিক্রি হওয়া কোনো গোলাপি হীরার এটাই সর্বোচ্চ দাম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আকার, রঙ ও উজ্জ্বলতার কারণে দুর্লভ এ গোলাপি হীরাটি ক্রেতাদের আকৃষ্ট করেছে। বিশেষত অভিজাত অলংকার নির্মাতা প্রতিষ্ঠানগুলো হীরাটির বিষয়ে আগ্রহ বেশি দেখিয়েছে। তবে এটির ক্রেতা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি নিলামকারী প্রতিষ্ঠানটি। মাইনিংডটকম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন