খুলনার কয়রা উপজেলার প্রায় ৫ মাইল উপকূলীয় এলাকা প্রতি বছর নদীভাঙনের শিকার হয়। ইতিমধ্যে কপোতাক্ষ নদের করাল গ্রাসে হারিয়ে গেছে শত শত বিঘা কৃষিজমি। বসতভিটার জমিটুকুও হারিয়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার। এখন তারা খোলা আকাশের নিচে গোলপাতার ছাউনিবিশিষ্ট তাঁবুর মতো ঘর বানিয়ে দিনাতিপাত করছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান গত বছর এ এলাকা পরিদর্শন করে টেকসই বাঁধের আশ্বাস দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। এ ছাড়াও স্থানীয় সাংসদ এবং অন্যান্য জনপ্রতিনিধিরা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় চিরন্তন স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বিগত ১৫ বছরেও ফলপ্রসূ কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এমতাবস্থায় এই বিশাল জনপদের জান ও মালের নিরাপত্তার স্বার্থে কপোতাক্ষ নদের ভাঙনকবলিত তীরজুড়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা অত্যন্ত জরুরি। আশা করি টেকসই বাঁধ নির্মাণে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
আমিরুল ইসলাম
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন