শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলি গুলিতে ৭ ফিলিস্তিনি নিহত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চলতি বছর পাঁচ মাসেরও বেশি সময় ধরে নিজ ভূমিতে ফেরার অধিকারের দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর শুক্রবারও গুলি চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এদিন ইসরাইলি বাহিনীর গুলিতে দুই শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিন আহত হয়েছে আরও ৫০৬ জন ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এনিয়ে ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত মোট ১৮০ জন ফিলিস্তিনি নিহত হলেন। আহত হয়েছেন প্রায় ১৮ হাজার। ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরাইল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে ফিলিস্তিনিরা। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন ঘোষণা এবং বিক্ষোভে ব্যাপক প্রাণহানির জের ধরে চলতি বছর পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে গ্রেট মার্চ অব রিটার্ন নামের এই কর্মসূচি। ২৮ সেপ্টেম্বর ২৭তম শুক্রবারে ওই বিক্ষোভের সময়ে গাজার মধ্যাঞ্চলীয় জেলা আল-বুরেইজ-এ ইসরাইলি সেনা সদস্যদের গুলিতে মোহাম্মদ নায়েফ আল হায়ুম নামে ১৪ বছরের এক কিশোর নিহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দূর থেকে লক্ষ্যভেদে পারদর্শী ইসরাইলি সেনার গুলি ওই কিশোরের বুকে বিদ্ধ হলে সে নিহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা জানান ওই বিক্ষোভের সময়ে ইয়াদ খলিল আল সায়ির নামে ১৮ বছরের এক তরুণ নিহত হয়। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন