পুলিশ এ্যাসল্ট মামলায় কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ পারভেজ এর আদালতে হাজিরা দিতে গেলে আদালত তার অস্থায়ী জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ মামলার অন্য ৬৫ জন আসামীর জামিন বহাল রয়েছে। শ্যামল ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি’র একক প্রার্থী। জেলা বিএনপি সুত্র জানায়, ২০১৫ সালে শ্যামলসহ ৬৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ এ্যাসল্টের এই মামলাটি হয়। মামলায় আসামীরা অস্থায়ী জামিনে ছিলেন। শ্যামল আদালতে হাজির হবেন বলে সকাল থেকে আদালতে পুলিশ অবস্থান নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন