আগামীকাল (বৃহস্পতিবার) নগরীর লালদীঘি ময়দানে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি। তবে গতকাল (মঙ্গলবার) পর্যন্ত পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি। এক সপ্তাহ আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কমিটির নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়। নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এখনও পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়নি। অনুমতি না পেলেও সমাবেশের যাবতীয় প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানান তিনি। এর আগে লালদীঘি ময়দানে সমাবেশ করার অনুমতি চাওয়া হলে পুলিশ নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরের সামনের সড়কে সমাবেশের অনুমতি দেয়। তবে বিএনপি নেতারা আশা করছেন, এবার তারা অনুমতি পাবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন