মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী ৭ অক্টোবর পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, পম্পেও ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত উত্তর কোরিয়াসহ এশিয়ার আরো কয়েকটি দেশ সফর করবেন। কিমের সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়া ও আমেরিকার শীর্ষ নেতাদের মধ্যে দ্বিতীয় বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পার্সটুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন