শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লামায় বজ্রপাতে একই পরিবারে নিহত ১, আহত ২

লামা (বানদরবান)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ৫:২৩ পিএম

বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে হোসনে আরা (৪) নামের এক শিশু মারা গেছে। এ সময় একই পরিবারের ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, কামাল হোসেন (৪৮) ও সোনিয়া আক্তার (৮)।

আজ (শুক্রবার রাত্রে) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি উলারঝিরির কামাল হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

হোসনে আরা উলারঝিরির বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর মুশলধারে বৃষ্টির সাথে এই বজ্রপাত হয়।ঐ ইউনিয়নের উলারঝিরির বাসিন্দা কামাল হোসেনের ঘরের ওপর বৃষ্টির সাথে আচমকা বজ্রপাত হয়।

এতে ঘরের ভিতরে থাকা শিশু হোসনে আরা ঘটনাস্থলেই মারা যায় এবং দুই জন গুরুতর আহত হন। আহতদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার
বজ্রপাতে এক শিশু নিহত ও দুই জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের চিকিৎসা চলছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন