লামা উপজেলায় অবৈধ ভাবে গাজী গ্রুপের পাহাড় কাটার দায়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী নামক স্থানে পাহাড় কাটার বিরুদ্ধে রবিবার রাতে লামা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-এ জান্নাত রুমি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেন এবং জরিমানা আদায় করেন।
পরিবেশ অধিদফতর, কক্সবাজার এর এনফোর্সমেন্ট টীম নিয়ে অভিযান পরিচালনাকালে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর আওতায় হিরু বড়ুয়া(২৮) ম্যানেজার-গাজী গ্রুপকে ১,০০,০০০/ টাকা জরিমানা আদায় করেন।এসময় তিনি উপস্থিত সংশ্লিষ্ট সকলকে পরিবেশ সংরক্ষণ আইন যথাযথ অনুসরণ এবং পাহাড় কর্তন সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।তিনি বলেন, পাহাড় নিধনের কারণে জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। এছাড়া পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং হইতেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন