শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান নাসিমের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন,আমরা চাই, শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। নির্বাচনের জন্য প্রস্তুত হোন। পানি ঘোলা করার চেষ্টা করবেন না। এটা করে লাভও হবে না।
গতকাল শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিতে ১৪ দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, কোনোভাবেই কেউ নির্বাচন ঠেকাতে পারবে না। হুমকি দেবেন না, প্রতিনিয়ত হুমকির কথা বলার কারণে এটা খেলো হয়ে গেছে। হাস্যরসের উপাদান সৃষ্টি করছে। হতাশায় না থেকেএই নির্বাচনে আসুন। আন্দোলন করে বা নির্বাচন করে আপনাদের নেত্রীকে মুক্ত করুন। আমাদের কোনও আপত্তি নেই। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। দেশবাসী এখন দিন গুনছে, কখন সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। জনগণ নিজেদের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রায় সব দলই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শুধু কিন্তু বিএনপি-জামায়াত জোট নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে নানা রকমভাবে হুমকি দিচ্ছে। দেশ যখন নির্বাচনে প্রস্তুত হয়ে গেছে, যখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এটা মোটামুটি ঠিক হয়ে গেছে, তখন কী কারণে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে, আমরা বুঝতে পারছি না। জোটের মুখপাত্র বলেন, তারা (বিএনপি) প্রতিনিয়ত আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। কিসের আন্দোলন? কার বিরুদ্ধে আন্দোলন হবে? কার জন্য আন্দোলন হবে?’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির একজন নেতা বলেছেন, আওয়ামী লীগ নাকি দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া কখন হয়? যখন কর্মী থাকে না, সংগঠন থাকে না? তখন দেউলিয়া হয়। আর বিএনপির অবস্থা কী? নেতাই এখন নেই, এখন নেতা ভাড়া করতে হচ্ছে। তারাই দেউলিয়া হয়ে গেছে। এখন সেই দল যখন দেউলিয়ার কথা বলে, এটা তামাশা ছাড়া আর কিছুই নয়।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টি ( জেপি)’র মহাসচিব শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, তরিকত ফেডারেশনের নজিবুর বশর মাইজভান্ডারী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন