শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএনপি নেতা আসলাম চৌধুরীর স্ত্রী কারাগারে

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনিন মাওলাকে কারাগারে পাঠানো হয়েছে। ঋণের ১৪৯ কোটি টাকা আত্মসাতের মামলায় গতকাল (সোমবার) চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ-১ আকবর হোসেন মৃধা তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের পরিদর্শক এমরান হোসেন বলেন, নগরীর হালিশহর থানায় দায়ের হওয়া মামলায় গত ২০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিলা নাজনিন মাওলা জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৬ সালের ২৬ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. মোশারফ হোসেইন মৃধা বাদি হয়ে নগরীর হালিশহর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রাইজিং অ্যাগ্রো ফার্মা ও রাইজিং স্টিল মিলসের পরিচালক আসলাম চৌধুরী, চেয়ারম্যান জামিলা নাজনিন মাওলা, ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী ও পরিচালক জসিম হোসেন চৌধুরীকে আসামি করা হয়। আমজাদ ও জসিম আসলাম চৌধুরীর ভাই। আদালতে দাখিল করা অভিযোগপত্রে এজাহারে থাকা চার আসামিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্র দাখিলের পর গতকাল ছিল প্রথম শুনানির দিন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন