শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের নাটকে রিয়াজ, প্রভা ও প্রসুন আজাদ

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঈদের একটি বিশেষ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সাদিয়া জাহান প্রভা এবং প্রসুন আজাদ। নাটকটির নাম টু সিস্টারস। এটি রচনা করেছন শাহ মোহাম্মদ নাঈমুল করিম এবং পরিচালনা করছেন সকাল আহমেদ। নাটকটির গল্পে প্রভা ও প্রসুন দুই বোন। শহরে তাদের নিজেদের বাড়ি। এ বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসেন রিয়াজ। প্রথমে রিয়াজকে কেউই মেনে না নিতে পারলেও পরে দুই বোনই প্রেমে পড়েন তার। দুই বোনই রিয়াজকে নিয়ে স্বপ্ন দেখেন। এভাবেই যখন নাটকটির গল্প এগিয়ে যায়। সকাল আহমেদ বলেন, ঈদের নাটক বলেই হাসির বিষয়টি বেশি রেখেছি। যতটা সম্ভব গল্পকে হাস্যরস দিয়েই শেষ করব। বাড়ির দারোয়ান থেকে শুরু করে প্রত্যেকটা চরিত্রকেই মজার করে দর্শকের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি, এই ঈদে দর্শক নাটকটি দেখলে ভালো মজা পাবে। গত ২৪ এপ্রিল রাজধানীর উত্তরায় ও তার আশপাশে নাটকটির শুটিং হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন