২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তোষ প্রকাশ করে রামগড় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বুধবার সন্ধ্যায় রামগড় পৌর শহরের প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে রামগড় বাস স্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাউছার হাবীব শোভনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক কাজী নুরুল আলম (আলমগীর)। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে অনতিবিলম্বে রায় কার্যকরের দাবী জানান এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের নেতা তারেক জিয়ার যাবজ্জীবন সাজা বাতিল করে মৃত্যুদণ্ডের দাবী জানিয়েছেন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, পৌর যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম ও রামগড় পৌর ছাত্রলীগের সদস্য সচিব নঈম হাসান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন