বিএনপি›র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে ডেকে পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং দিকনির্দেশনা দেয়ার জন্য বিএনপির এই নেতাকে তিনি ডেকে পাঠিয়েছেন বলে জানা গেছে।
বিএনপি সূত্রে জানা যায়, আব্দুল আউয়াল মিন্টুকে লন্ডন থেকে ডেকে পাঠানোর পরপরই তিনি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন। আলোচনার বিষয়বস্তু ছিল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের অবস্থা, সর্বশেষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। দলের নেতাদের সাথে আলোচনার বিষয়বস্তু তিনি লন্ডনে তারেক রহমানের কাছে তুলে ধরবেন। এর পরিপ্রেক্ষিতে তারেক রহমান আগামী দিনের আন্দোলন সংগ্রাম, দল পরিচালনা, করণীয়, জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন। সেই দিকনির্দেশনাগুলো ফিরে এসে তিনি আবার দলের সিনিয়র নেতৃবৃন্দকে জানাবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন