শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

পাসপোর্ট করার ক্ষেত্রে দালাল মুক্তি চাই

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম


বহিরাগমনের জন্য আমরা পাসপোর্ট আবেদন করে থাকি সংশ্নিষ্ট আঞ্চলিক অফিসে। অত্যন্ত পরিতাপের বিষয়, কিছু অসেচতন নাগরিক অসাধু দালালের মাধ্যমে বাড়তি অঙ্কের বিনিময়ে পাসপোর্ট নিয়ে থাকে এবং পাসপোর্ট আবেদন পর্যন্ত নিজে না করে দালালের মাধ্যমে করার ফলে অনেক ধরনের ভুলভ্রান্তিসহ নানা ধরনের সমস্যায় পড়তে হয় পরবর্তী সময়ে। আমাদের মুখে মুখে প্রচলিত হয়েছে যে, দালাল ছাড়া পাসপোর্ট অফিসে পাসপোর্ট মেলে অনেক দেরিতে; কিন্তু এ কথা কতটুকু বাস্তব, তা আমরা খতিয়ে দেখিনি। যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দালালবিহীন নিজের পাসপোর্ট নিজে আবেদন করে পাসপোর্ট অফিসে নিয়ে যা, তাহলে দালালের দৌরাত্ম্যও কমবে এবং পাসপোর্ট অফিসের ওই বিষয় সংক্রান্ত নানা বিষয়ে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করি।
আলতাফ হোসেন হৃদয় খান
অক্সিজেন, চট্টগ্রাম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন