শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএনপি-জামায়াত জোটের মধ্যে রাজনৈতিক পুষ্টির অভাব রয়েছে

-স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত জোটের মধ্যে রাজনৈতিক পুষ্টির অভাব রয়েছে। আর মাত্র কয়েকমাস পরই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে।
এ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ ভোটের মালিক, তারা যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। জনগণের রায় আমরা মেনে নেবো।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় পুষ্টি সম্পর্কে বলতে গিয়ে তিনি আরো বলেছেন, ২১ আগষ্টের নৃশংসতম গ্রেনেড হামলার পর বিএনপি-জামায়াত জোট তিনবছর ক্ষমতায় থাকলেও বিচারতো দূরের কথা মামলার তদন্ত পর্যন্ত করেনি।

বরং জজ মিয়া নাটক সাজিয়ে জাতির সাথে প্রতারণা করেছে। এতে প্রমাণিত হয় এ ঘটনার সাথে তারা জড়িত ছিলো।
সিরাজগঞ্জে ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি পরিষদ আয়োজিত দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা অবহিতকরণ কর্মশালায় দেশে পুষ্টির মান, সূচক এবং করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ সরকারের আমলেই আরো দশ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে তাদের গ্রামে পাঠনো হবে উল্লেখ করে বলেছেন, ওষুধ শিল্পে দেশ এগিয়ে গেছে। এ দেশের উৎপাদিত ওষুধ বিদেশেও রপ্তানী হচ্ছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন। বক্তব্য রাখেন- পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. শাহনেয়াজ, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রফিকুল ইসলাম, হাসপাতালের তত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. বিভাস চন্দ্র মানিক, সহকারী পরিচালক ডা. নাজমুস সালেহীন, ডা. এসএম হাসান মাহমুদ, ডা. ফাতেমা আখতার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন