খুলনা সিটি কর্পোরেশনের নতুন পরিষদের ১ম সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনাতয়নে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভার শুরুতে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ ও খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এস এম মোস্তফা রশিদী সুজা’র মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া খুলনা মহানগরীর উন্নয়নে স্বল্প সময়ের মধ্যে ১৪’শ ৩১ কোটি টাকার দু’টি প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয় এবং প্রকল্প দু’িট অনুমোদনে সার্বিক সহযোগিতা করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার মোশররফ হোসেন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন