নাশকতা মামলায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক কায়কোবাদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের নওমহল এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নাশকতা সৃষ্টি করে অন্তর্ঘাতমূলক কাজ করার অপরাধে বৃহস্পতিবার (১১ অক্টোবর) দিনগত রাতে নাশকতার অভিযোগে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এই মামলায় এজাহারভুক্ত আসামি কায়কোবাদ মামুন।
এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের আঠারবাড়ী বিল্ডিং এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে দক্ষিণ জেলা বিএনপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন