সীমান্ত বরাবর ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি নিরাপত্তা রক্ষীরা গুলি চালিয়ে ৭ জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। শুক্রবার গাজা সীমান্তে হওয়া এ বিক্ষোভে ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি অংশ নেন বলে জানিয়েছে বার্তা সংস্থা। বিক্ষোভে গুলি চালানোর কথা স্বীকার করেছে তেল আবিবও। ফিলিস্তিনিদের একটি দল সীমান্ত বেষ্টনি ভেঙে ভেতরে ঢুকে সেনা চৌকিতে হামলা চালালে পাল্টা গুলি চালানো হয়, দাবি তাদের। এ নিয়ে চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ২০০ ছাড়াল। ১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইসরাইলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেওয়ার প্রতিবাদে সীমান্ত বরাবর‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বিক্ষোভের ডাক দিয়েছিল হামাসসহ বিভিন্ন সংগঠন। শুরুর দিন হিসেবে তারা বেছে নেয় ৩০ মার্চকে; ১৯৭৬ সালের এই দিনে ভূমি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হাতে ছয় বিক্ষোভকারী নিহত হয়েছিলেন। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন