তিউনিশিয়া সরকার শুক্রবার রাষ্ট্রীয় মালিকানাধীন ২৪২ হেক্টর বা ৫৯৮ একর জমি দেশের বেকার যুবকদের মধ্যে বণ্টন করেছে। দেশটির রাষ্ট্রীয় সম্পদ ও আবাসন বিষয়ক মন্ত্রী মাবরুক খোরশিদ এসব জমি তাদের কাছে হস্তান্তর করেন। খবর মিডল ইস্ট মনিটর (মেম)।
তিউনশিয়ার সংবাদমাধ্যম আরাকমিয়া’র বরাত দিয়ে মেম জানায়, শুক্রবার তিউনেশিয়া আলজেরিয়া সীমান্তের কাছে আল কাফ জেলা পরিদর্শন করতে গিয়ে মন্ত্রী এসব জমি হস্তান্তর করেন। এসব জমির মধ্যে বিশ্ববিদ্যালয় ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে ১০৮ হেক্টর ও ডিগ্রি ছাড়া যুবকদের মধ্যে ১৩৪ হেক্টর জমি বরাদ্দ দেওয়া হয়।
আল তুরিফ, আল দাহামানি, আল কুসৌর ও আল সারস এলাকা থেকে এসব জমি বরাদ্দ দেওয়া হয়।এেসব জমি বরাদ্দের সঙ্গে দেশটির রাষ্ট্রীয় সম্পদ ও আবাসন মন্ত্রণালয় ছাড়াও কৃষি মন্ত্রণালয় এবং পানি সম্পদ ও সমুদ্র মৎস মন্ত্রণালয় জড়িত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন