বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তিউনিশিয়ায় বর্জনের মুখে সংবিধানের পক্ষে ভোট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১০:৫৬ এএম

তিউনিশিয়ায় ভোটারদের বর্জনের মুখে নতুন সংবিধানের পক্ষে ভোট পড়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত গণভোটে মাত্র ২৫ ভাগ ভোটারের উপস্থিতিতে ৯২.৩ ভাগ ভোট পড়েছে সংবিধানের পক্ষে। ন্যূনতম ভোটের উপস্থিতির কোনো বাধ্যবাধকতা না থাকায় এই ভোটের পর প্রেসিডেন্ট কায়েস সাইদের সংবিধানটি কার্যকর হতে যাচ্ছে।

এক্সিট পোল গবেষক সিগমা কনসেলের তথ্যে দেখা যায়, ভোটারের উপস্থিতি ছিল ২৫ ভাগ।

বিরোধী দলগুলো এই গণভোট বর্জনের ডাক দিয়েছিল। তাদের মতে, নতুন সংবিধান স্বৈরতন্ত্রকেই ফিরিয়ে আনবে।

তাদের মতে, নতুন সংবিধানে এক ব্যক্তির হাতে নির্বাহী, আইন পরিষদ ও বিচার বিভাগের নিয়ন্ত্রণ থাকবে।
সূত্র : আলজাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন