বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দূদকের সম্পদ বিবরণী দাখিলের নোটিশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে দুলুর বিরুদ্ধে সম্পদের অনুসন্ধান ও দুর্নীতির মামলা দায়েরে আর কোন বাধা নেই বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন। গতকাল রোববার এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আসাদুল হাবিব দুলুকে দেয়া দুদকের সম্পদ বিবরণী দাখিলের নোটিশের বৈধতা প্রশ্নে জারি করা রুলের ওপর গত ৪ অক্টোবর আসামি পক্ষের শুনানি শেষ হয়। এর পর দুদকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মেরিটের ভিত্তিতে শুনানি এবং রায় দেয়ার জন্য দিন ধার্য করেন হাইকোর্ট। আদালতে দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। আসামি পক্ষে ছিলেন মাহবুব উদ্দিন খোকন ও শাহনেওয়াজ আকন্দ।
প্রসঙ্গত, দুদকের উপ-পরিচালক মোবারা খানম ২০০৮ সালের ২৮ জানুয়ারি সম্পদবিবরণী দাখিলের জন্য তাকে নোটিশ দেন। পরে দুর্নীতি দমণ কমিশন দুদকের পাঠানো নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করা হয়। #
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন