শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ থেকে বাংলাভিশনে নতুন ধারাবাহিক পাগলা হাওয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘পাগলা হাওয়া’। বরজাহান হোসেন-এর রচনা এবং আশিক মাহমুদ রনি’র পরিচালনা ও মুসাফির রনি’র পর্ব পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অপর্ণা ঘোষ, নাঈম, মৌটুসী বিশ্বাস, নোভা, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, চাঁদনী, অর্ষা, ড. ইনামূল হক, আমিরুল হক চৌধুরী, মুনিরা মিঠু, মাসুম আজিজ, নিমা রহমান, প্রাণ রায়, অ্যালেন শুভ্র, শামীমা তুষ্টি, শাহেদ আলী সুজন, আহসানুল হক মিনু, আবদুল্লাহ রানা, শবনম পারভীন, জাহাঙ্গীর হোসেন বাবর, শফিক খান দিলু, হান্নান শেলী, শামীম আহমেদ, সাবিহা আজিজ প্রমুখ। মানসিক ভারসাম্যহীন মানুষগুলো কোন না কোন ভাবে আঘাত প্রাপ্ত। হয় সুখের আঘাত আর নয় তো দুঃখের। খুব সহজ এবং পরিচিত পদবী এখন তারা পাগল। অবশেষে তাদের আশ্রয়স্থল হয় পাগলা গারদ বা মানসিক হাসপাতালে। মানসিক হাসপাতালে বসবাসরত ভারসাম্যহীন মানুষগুলোর জীবনের চালচিত্র হাস্যরসাত্বকভাবে নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলাই হচ্ছে ধারাবাহিক ‘পাগলা হাওয়া’ নাটকের ম‚ল উদ্দেশ্য। সেই সাথে এই একই রকমের ভুলগুলোর জন্য আর কোন ব্যক্তির সুন্দর জীবনটা যেন নষ্ট না হয় সে দিকটায় সবাইকে সচেতন করা। কমেডির আদলে মানসিক রোগীদের জীবনের চালচিত্র তুলে ধরা হবে এই নাটকে যা প্রতিটা মানুষকে জীবন সম্পর্কে ভাবতে শেখাবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন