শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যে কোনো আইন সংশোধন করা যায় প্রেস ইনস্টিউটে তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা নিরাপত্তা আইন সংশোধন হতে পারে এমন ইংগিত দিয়ে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যে কোনো আইন পরীক্ষা করা যায়, সংশোধন করা যায়। গতকাল ঢাকায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের তৃতীয় জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ডিজিটাল দুনিয়ায় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিস্তার ঠেকাতে সংবাদমাধ্যমকে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সা¤প্রদায়িকতাকে গণতন্ত্র, গণমাধ্যম এবং সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অবিহিত করে তথ্যমন্ত্রী বলেন, এ সমস্যা মোকবিলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে।

এর বিরুদ্ধে লড়তে সরকার ও সংবাদমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমি আশ্বস্ত করতে পারি, গণমাধ্যমের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য ডিজিটাল নিরাপত্তা আইন নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন