শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার

কূটনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে সাঈদা মুনা তাসনিমকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাঈদা মুনা তাসনিম এই দায়িত্বে নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা তাসনিম এর আগে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তাছাড়াও তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও লন্ডনে বাংলাদেশ মিশনসহ বিভিন্ন গুরুতপূর্ণ পদে এবং মন্ত্রণালয়ের একাধিক বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাঈদা মুনা তাসনিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৮ সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জনকূটনীতি ও পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জননী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
১৮ নভেম্বর, ২০১৮, ১:০৭ পিএম says : 0
Thank you,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন