কুমিল্লার চৌদ্দগ্রামে নৈশকোচে পেট্রোল বোমা মেরে আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের সদস্য মনিরুল হক চৌধুরীর জামিন বৃদ্ধির আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন জেলা জজ আদালত। গতকাল বুধবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক কে এম শামছুল আলম এই আদেশ দেন।
এই মামলায় হাইকোর্ট থেকে নেয়া মনিরুল হক চৌধুরীর অন্তরবর্তীকালীন জামিনের মেয়াদ ৫ দফা বাড়ানোর পর বুধবার কুমিল্লার আদালতে আবার জামিন বৃদ্ধির আবেদনের শুনানি করা হয়। পরে আদালত ঐ আদেশ দেন। এ মামলায় মনিরুল হক চৌধুরীর নাম না থাকলেও তদন্তের পর চার্জশিটে তার নাম আসে। এই মামলায় আগামী ১১ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন