অভিনেত্রী জুলিয়া রবার্টস জানিয়েছেন রোমান্টিক কমেডি চলচ্চিত্রে কাজ করার পর্যায় তার জন্য শেষ হয়েছে। আধুনিক চলচ্চিত্রের যুগে সবচেয়ে জনপ্রিয় একাধিক রোমান্টিক কমেডিতে অভিনয় করেই রবার্টস বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। তবে তিনি এখন অনুভব করছেন বিশ্বাসযোগ্য ভাবে এই ধারায় কাজ করার জন্য যতটা আয়ু দরকার তার চেয়ে বেশিই তিনি ব্যবহার করে ফেলেছেন। তার অভিনীত ‘প্রিটি উওম্যান’, ‘মাই বেস্ট ফ্রেন্ড’স ওয়েডিং’ এবং ‘নটিং হিল’ নিঃসন্দেহে রম-কম ধারার সবচেয়ে সফল আর দর্শকনন্দিত তিনটি চলচ্চিত্র। “আমার ক্যারিয়ারে একটা সময় এসেছিল আমিই রোমান্টিক কমেডি ধারার সূচনা করেছি। বাস্তবতা হল সেগুলোতে থেকে বা কাজ করে আমারও ভাল লেগেছে। তবে জীবনে এমন একটা পর্যায় আসে যখন এই ধারা আর কার্যকর নাও থাকতে পারে, ” জুলিয়া বলেন। রবার্টসের জন্য এমন এক বোধ তাকে প্রভাবিত করেছে যে, এক সময় দর্শকরা আর বিশ্বাস করতে পারে না যে চরিত্রটি এতো তরুণ আর সহজ সরল নয়। “বিষয়টা বয়স নয়, আসল ব্যাপার হল দর্শক বুঝে যায় যে চরিত্রটি যেমন দেখাচ্ছে ততোটা অবোধ নয়, তিনি বলেন। তাকে নভেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘হোমকামিং’ নামের থ্রিলারে দেখা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন