বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সমাজ বিনির্মাণে সংস্কৃতিচর্চার বিকল্প নেই -নওগাঁয় আসাদুজ্জামান নূর

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ১৯৭১ সালে যারা দেশে গণহত্যা চালিয়েছে, নারীদের ধর্ষণ করেছে, ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করেছে, যারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, যারা গাছপালা এমন কি কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়েছে এবং সবশেষে যারা হলি আর্টিজেন-এ নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের অভ্যন্তরীন শেকড় একই। তারা সবাই দানব ছিল। আমরা দানবের সমাজ নয় মানবের সমাজ বিনির্মান করতে চাই। এ ক্ষেত্রে সংস্কৃতি চর্চ্চা বা সংস্কৃতি বিকাশের কোন বিকল্প নাই। আমাদের প্রধানমন্ত্রী সংস্কৃতি বান্ধব। তারই অনুপ্রেরনায় বাংলাদেশে সংস্কৃতি চর্চ্চা ও বিকাশের নানা উদ্যোগ হাতে নেয়া হয়েছে।

গতকাল শনিবার দুপুর ২টায় নওগাঁয় একুশে’র চেতনায় লালিত ঐতিহ্যবাহি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত গুনীজন সম্বর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যএন্যর মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহিদুজ্জামান সরকার এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন