শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবার ওয়েব সিরিজে আসাদুজ্জামান নূর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ২:৪৬ পিএম

প্রথমবারের মতো কোনও ওয়েব সিরিজে অভিনয় করলেন নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর। পাঁচটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যান্থোলজি সিরিজ ‘ঊনলৌকিক’। সিরিজটির প্রতিটি গল্পই লিখেছেন শিবব্রত বর্মন। এটি পরিচালনা করেছেন রবিউল আলম রবি। এতে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে।

নির্মাতা রবিউল আলম রবি বলেন, ‘‘চলচ্চিত্র নিয়ে পড়াশোনার জন্য আমি নির্মাণ প্রক্রিয়া থেকে প্রায় ২ বছর বিরতি নিয়েছিলাম। দেশে ফিরে আসার পর মনে হয়েছে এই অভিজ্ঞতা কাজে রূপ দেওয়া উচিত। সেই বিচারে ‘ঊনলৌকিক’ আমার জন্য একটি বিশেষ প্রকল্প। প্রিয় লেখক শিবব্রত বর্মনের লেখা গল্পগুলো এ ক্ষেত্রে আমার নিরীক্ষণের ভিত্তি হিসেবে কাজ করেছে।’’

জানা গেছে, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে সাজানো হয়েছে ‘ঊনলৌকিক’। সিরিজটির প্রতিটি পর্বের আলাদা নাম রয়েছে। এগুলো হলো—‘মরিবার হলো তার স্বাদ’, ‘দ্বিখণ্ডিত’, ‘হ্যালো লেডিস’, ‘মিস প্রহেলিকা’ এবং ‘ডোন্ট রাইট মি’। আসাদুজ্জামান নূরকে দেখা যাবে ‘ডোন্ট রাইট মি’ গল্পে।

‘ঊনলৌকিক’ সিরিজটির আরও একটি আকর্ষণ হলো ‘ইতি, তোমারই ঢাকা’ ও ‘তাকদির’ খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি প্রডাকশন ডিজাইন ও নির্মাতার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন।

আসাদুজ্জামান নূর ছাড়াও ওয়েব সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের, রাফিয়াথ রশীদ মিথিলা, মোস্তফা মনোয়ার, সোহেল মণ্ডল, ফারহানা হামিদ, নাজিবা বাশার প্রমুখ। ঈদুল আজহা উপলক্ষে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর