মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকা সহ বালিগ্রাম, কাজীবাকাই, রমজানপুর, সিডিখান, সাহেবরামপুর এলাকার ১০টি সড়ক পাকাকরণ ও একটি ব্রীজের কাজের উদ্বোধন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। মাদারীপুর জেলা এল.জি.ই.ডি’র উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে আজ(মঙ্গলবার) দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যেদিয়ে তিনি উক্ত উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করেন। এসময় মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাংগঠনিক সম্পাদক নাইরুল ইসলাম দুলাল চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন সহ ইউপি চেয়ারম্যান ও স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এসময় সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন ‘ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়নের নেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন