বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালকিনিতে প্রতিবাদ সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

মাদারীপুরের কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভা কার্যালয়ে প্রতিবাদ সভা ডাকে কয়েকজন পৌর কাউন্সিলর। আর একই জায়গায় কালকিনি পৌরসভার বিভিন্ন হাট বাজার , বাসস্ট্যান্ড ও টলারঘাট ইজারার রাজস্ব বন্ধের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একই ভাবে প্রতিবাদ সভা ডাকে পৌর মেয়র ও কয়েকজন পৌর কাউন্সিলর। এনিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ঁেছাড়া হয়। খবরপেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা এসে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশের সহযোগিতায় উভয় পক্ষ পৌরসভা চত্ত¡র ত্যাগ করে চলে গেলেও এনিয়ে চরম উত্তেজনা চলছে।
এব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন বলেন ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি এবং এনিয়ে যাতে আর কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন