কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা ঃ মাদারীপুরের কালকিনিতে র্যাব-৮ অভিযান চালিয়ে সাত টন জাটকা ও ৩শ’ কেজি পলিথিন জব্দ করেছে। এ সময় আটক একজনকে এক বছরের কারাদন্ড ও বাকি দুইজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এএসপি সুভাষ চন্দ্র সাহা জানান, রবিবার সকালে কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারে অভিযান চালিয়ে সাত টন জাটকা ও নিষিদ্ধ ৩শ’ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় জাটকা বিμির অভিযোগে তিন জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা ভূমি সহকারী কমিশনার শরিফুল ইসলাম আটক জসিম উদ্দিনকে এক বছর কারাদন্ড ও মো. মামুন এবং মানড়বান হাওলাদারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দকৃত জাটকা বিভিনড়ব এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। পাশাপাশি জব্দ করা পলিথিন আগুনে পুড়িয়ে দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন