কালকিনি উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউপি নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী মো. বাদল তালুকদারের নির্বাচনী ক্যাম্প রাতের আঁধারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীরা অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসী। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আলীপুর মোল্লার হাটে এঘটনা ঘটে এবং খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাদল তালুকদার অভিযোগ করে বলেন ‘নৌকার প্রচারণার জন্য সেখানে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প বসানো হয়। আর এতে ক্ষিপ্ত হয়ে আমার প্রতিদ্ব›দ্বী প্রার্থী রেহানা বেগম তার সমর্থকদের নিয়ে উক্ত হামলা চালায়। এসময় আমার ২জন কর্মীকেও মারপিট করা হয়।’
তবে উক্ত অভিযোগ অস্বীকার করেছে রেহেনা বেগমের সমর্থকরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন